গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৪ জানুয়ারি: আরামবাগ থানার আইসি রাকেশ সিং- এর নেতৃত্বে নাকা চেকিং চালানো হয়। মঙ্গলবার রাতে আরামবাগ- তারকেশ্বর রোডের পল্লীশ্রী মোড়ে নাকা চেকিং করা হয়। এদিন চার চাকার গাড়ি ও পাইভেট গাড়ির মধ্যে বেআইনি কিছু আছে কিনা তা জানতে তল্লাশি করা হয়। এছাড়া সিটবেল্ট পরার বিষয়টিও দেখা হয়।
প্রতিটি গাড়ি ও মোটর বাইকের বৈধ্য কাগজপত্র খতিয়ে দেখা হয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

