আমাদের ভারত, হাওড়া, ২৮ এপ্রিল: লকডাউন মানতে না চাওয়া একদল যুবককে লকডাউন মানতে বলায় তুলকালাম কান্ড ঘটে গেল হাওড়ার টিকিয়াপাড়া সংলগ্ন এলাকা। কয়েকশো মানুষ পুলিশ এবং র্যাফকে তাড়া করে এবং কয়েকজন পুলিশ কর্মীকে হেনস্থা করে বলে অভিযোগ। আহত হয়েছেন দুই পুলিশ কর্মী।
জানা গিয়েছে, আজ সন্ধ্যার দিকে ওই এলাকায় বেশ কিছু যুবক জড়ো হয়েছে জানতে পারে পুলিশ। খবর পেয়ে প্রথমে দুজন পুলিশ কর্মী যায়। তারা সকলকে ঘরে ফিরে যেতে বললে। কিন্তু ঘরে না গিয়ে তারা দুই পুলিশ কর্মীর সঙ্গে বচসা শুরু করে। পরে তা হাতাহাতিতে পরিণত হয়।
আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করতে হাওড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ ছুটে আসে। লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যেতেই পুলিশের উপর চড়াও হয় ওই এলাকার মানুষ। শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। ইটের ঘায়ে দুই পুলিশকর্মী জখম হন। এরপর পুলিশের দুটি গাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চালায় লকডাউন না মানা জনতা। পরে বিশাল র্যাফ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে। এই ঘটনায় ওই এলাকায় নাকা চেকিং আরো জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে সিটি পুলিশ।