জে মাহাতো, আমদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ আগস্ট:
২০০৯ সালের লালগড় কাণ্ডের তদন্ত করবে
আইএনএ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ১১ বছর আগে একজন সিপিএম নেতা খুন ও ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকে দুজন চালককে মাওবাদীদের অপহরণ মামলায় অভিযুক্ত ছত্রধর মাহাতো। এই দু’টি রাষ্ট্রদ্রোহিতার মামলাতেই নিম্ন আদালতে চার্জশিট জমা পড়েছে। মামলাটির তদন্তের ভার নিয়েছে আইএনএ। লকডাউনে কলকাতা হাইকোর্টে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে বলে ছত্রধর মাহাতো আর্জি জানিয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন, বাস-ট্রেন ঠিকমত চলছে না। এই লকডাউনে তাই কলকাতা গিয়ে তদন্তে সহযোগিতা করা সম্ভব নয়। এই আরজি মেনে নিয়ে অবশ্য আইএনএ’র আইনজীবী শালবনিতে গিয়ে তদন্ত শুরু করতে চেয়েছেন বলে জানাগেছে। ঘটনায় কেন্দ্রের যড়যন্ত্র দেখছেন ছত্রধর মাহাতো।