International Court, Yunus, গণহত্যার অভিযোগ! বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের

আমাদের ভারত, ১০ নভেম্বর: মানবতা হরণ ও গণহত্যার অভিযোগ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হলো। আওয়ামি লিগের তরফে এই মামলা দায়ের করেছেন সিলেটের মেয়র আনোয়ার উজ্জামন চৌধুরী।

নেদারল্যান্ডের আন্তর্জাতিক ফৌজদারী আদালতে মামলা রুজু করা হয়েছে। মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার জানিয়েছেন, মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। মামলাকারী আপাতত লন্ডনে রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আগে জানিয়েছেন, নেদারল্যান্ডের আন্তর্জাতিক ফৌজদারী আদালতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা করবেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, অন্তর্বর্তী সরকার মামলা দায়ের করার আগেই শেখ হাসিনার দল আন্তর্জাতিক আদালতের দারস্থ হয়েছে। সিলেটের মেয়রের দায়ের করা মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলেরও নাম রয়েছে।

অভিযুক্ত ৬২ জনের মধ্যে ইউনূস ছাড়াও তার উপদেষ্টা মন্ডলের সদস্যদের নাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতৃত্বের নাম রয়েছে। মামলায় অন্তর্বর্তী সরকারকে দখলদার সরকার বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আওয়ামি লিগের নেতা কর্মী, সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, জৈনদের ওপর ব্যাপক হারে হামলা ও নির্যাতন চালায় বলে অভিযোগ করেছে আওয়ামি লিগ। জানা গেছে, আরো ১৫ হাজার মামলা দায়েরর প্রস্তুতি নেওয়া হয়েছে। আওয়ামি লিগের বক্তব্য, ৫-৮আগস্ট পর্যন্ত বাংলাদেশে নজিরবিহীন গণহত্যা সংঘটিত হয়েছে। আগস্টে ইউনূস ক্ষমতা দখলের পরও হত্যাকাণ্ড অব্যাহত আছে। আওয়ামি লিগ ও তাদের সহযোগী সংগঠন দল ও সংখ্যালঘুদের জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *