পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ চাপদা-গাজই খালের ভেতরে থাকা কচুরিপানা সহ সমস্ত প্রকার আবর্জনা পরিষ্কারের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সেচ ও জলপথ দপ্তর ৫ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা বরাদ্দ করেছে। কিন্তু ৭ আগস্ট ঠিকাদারকে কাজের ওয়ার্ক অর্ডার দিয়ে এক মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হলেও ঠিকাদার গত ২ সেপ্টেম্বর খালের ক্ষেত্রহাটের কাছ থেকে কাজ শুরু করেছে। গাজই খালের পাশাপাশি টোপা, দেহাটী, সোয়াদিঘি প্রভৃতি খালেও ওই পরিস্কারের কাজ শুরু হয়েছে।
পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দ্রুত কাজ শেষ সহ খাল পরিষ্কারের পর শুধু ওই খাল নয়, ব্লকের সোয়াদিঘি, খড়িচক, দেহাটী, টোপা, টোপা-ড্রেনেজ, দেনান প্রভৃতি খালগুলি পরিষ্কার করার পর খালের ভেতরে মাছ ধরার পাটা, জাল বসানো বন্ধ সহ বাজার সংশ্লিষ্ট স্থানগুলিতে কোনরকম আবর্জনা না ফেলা হয়, সে ব্যাপারে পঞ্চায়েত, সেচ ও প্রশাসন দপ্তর যাতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবিতে ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের এসডিও’কে আজ পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে।