সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৬ জানুয়ারি: নাগরিকত্বের সমর্থনে মতুয়া সেনা সন্মেলনে তৃণমূল দুষ্কৃতীদের বিশৃঙ্খলায় বানচাল হল সন্মেলন। অনুষ্ঠান ছেড়ে ফিরে যেতে হল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরকে। বুধবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বাগদা থানার রামনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ভক্তদের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীদের বিশৃঙ্খলাতায় তাঁদের অনুষ্ঠান বানচাল হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে বাগদাতে নাগরিকত্ব সমস্যার সমাধানে অল ইন্ডিয়া মতুয়া সংঘের মতুয়া সেনা সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগদা রামনগর প্রাইমারি স্কুলের মাঠে সুসজ্জিত ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের যাওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় শান্তনু ঠাকুর ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। বিশেষ কাজে তাকে কলকাতায় যেতে হয়। পরে সাংসদ শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর সম্মেলনের মাঠে আসলে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী মাঠে ঢুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ। সম্মেলনে যোগ না দিয়ে ফিরে যান সুব্রত ঠাকুর।এরপরই অনুষ্ঠান বানচাল হয়ে যায় বলে ভক্তরা জানান।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সহ সভাপতি স্বপন মজুমদার ও সংগঠনের মতুয়া সেনাদের
একাংশের দাবি, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী মাঠে ঢুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। মাঠে পুলিশি নিরপত্তা ব্যবস্থাও ছিল না। ফলে ফিরে যেতে হয়েছে সুব্রত ঠাকুরকে।
অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, সবই বিজেপির চক্রান্ত। অনুষ্ঠানে বিজেপির পতাকা দেখে ফিরে গেছেন সুব্রত ঠাকুর।