আমাদের ভারত, ২৪ জুলাই: টোকিও অলিম্পিকে প্রথম পদক জয় ভারতের। ভারোত্তোলন মীরাবাঈ চানুর হাত ধরেই পদক জয় করল ভারত। অলিম্পিকে ভারত্তোলনে দ্বিতীয় পদক জিতে ইতিহাস গড়লেন মীরাবাঈ চানু। তাঁর কৃতিত্বে খুশি গোটা দেশ। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী লিখেছেন,”এর চেয়ে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। ভারোত্তোলনে পদক জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা। তাঁর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে”। এবারের অলিম্পিকে ভারতের একমাত্র ভারত্তোলক হিসেবে যোগ দিয়েছিলেন চানু।
২১বছর প্রতীক্ষার অবসান, কর্ণম বালেশ্বরীর পর ভারোত্তোলনে চানুর হাত ধরে অলিম্পিকের পদক পেল ভারত। শনিবার ৪৯ কেজি বিভাগে পদক পান মীরাবাঈ চানু।
২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতের নজর কেড়ে নিয়েছিলেন মনিপুরের এই ভারত্তোলক। গত বছরেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পান তিনি। তারা আগে ২০১৪-র কমনওয়েলথ গেমসের রুপো এবং ২০১৮ কমনওয়েলথে সোনা জিতের দেশের মুখ উজ্জ্বল করেছিলেন চানু। এবার অলিম্পিকে পদক জিতে নজির গড়লেন ২৬ বছরের এই অ্যাথলেট।