Chandrima Bhattacharya, Election Commission, খড়্গপুরে মহিলা কর্মিসভা থেকে নির্বাচন কমিশনকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার খড়্গপুর শহরের রাজবাড়ি এলাকায় অনুষ্ঠিত মহিলা কর্মিসভা থেকে তিনি কমিশনের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেন। প্রশ্ন তোলেন, “জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট কেন হবে?”

সভা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এবারে নির্বাচন কমিশন এসআইআর (SIR – Special Summary Revision) এনেছে। এর মাধ্যমে কি তারা চাইছে যে আমরা সবেতেই তাদেরকে ‘নমস্কার স্যার, নমস্কার স্যার’ করি? এটা হবে না। বৈধ নাগরিকদের যদি পেন্সিলের খোঁচায় কেটে বাদ দেওয়া হয়, তাহলে আমরা গর্জে উঠব — ‘নো স্যার, নো স্যার’ বলে।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলে দেগে দেওয়া হবে? এটা কোনদেশি নিদান? আমরা এর প্রতিবাদে গর্জে উঠব।”

এই কর্মিসভায় চন্দ্রিমা ভট্টাচার্যর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তরা সিং হাজরা, জেলা তৃণমূল সভানেত্রী মামনি মান্ডি, রাজ্য নেত্রী হেমা চৌবে সহ একাধিক মহিলা তৃণমূল নেত্রী।

প্রসঙ্গত, চলতি বছর ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। ‘Special Summary Revision’ (SIR) কর্মসূচির আওতায় ইতিমধ্যে বিহারে লক্ষাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের অভিযোগ, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের ইশারায় কাজ করছে এবং বাংলার মানুষকে পরিকল্পিতভাবে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

এই ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে, বৈধ নাগরিকদের বঞ্চিত করা হলে তারা চুপ করে বসে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *