পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮০তম বর্ষ উদযাপন ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে চারটি ব্লকের (গড়বেতা ১, ২, ৩ ও শালবনী ব্লক) অনূর্ধ্ব ১৭ বছর বয়সী ছাত্রদের নিয়ে ৩২ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে। যার শুভ সূচনা হলো মঙ্গলবার।
এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এর শুভ সূচনা করেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির সভাপতি রামচন্দ্র পাল। ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষক তথা উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাল, তন্ময় বোস, ফুটবল তারকা প্রলয় সরকার, হিমাংশু সরকার, পীযূষ তিওয়ারি, আশীষ ঘোষ। পাশাপাশি প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয় উৎসব কমিটির পক্ষ থেকে। যার শুভ উদ্বোধন করেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।