কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ নভেম্বর :
শব্দবাজি বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। আজ শনিবার ঘাটাল আদালতে তোলা হয় তাদের। অন্যদিকে দাসপুর থানায় বাজি বিক্রি করার জন্য ১ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা থানা এলাকা থেকে শিবদাস নামের একজন এবং চন্দ্রকোনা পৌরসভা এলাকা থেকে শিবতোষ দাস, সুমন দাস নামে দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তিন বস্তা বাজি উদ্ধার করেছে বলে পুলিশ জানায়।
আজ দুপুরে চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেটে বাজি বিক্রি হওয়ার কথা জানতে পেরে পুলিশ এসে ২ জনকে আটক করে এবং বাজি বাজেয়াপ্ত করে।