কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর:
টানা ৩ দিনের বৃষ্টিতে শীতকালীন ফসল সহ আলুর চরম ক্ষতির আশঙ্কায় দিন গুনছে কৃষকরা, এই নিয়ে স্বামী-স্ত্রীতে অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্য করল চন্দ্রকোনার এক কৃষক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধানঝাটি গ্রামের ঘটনা।
জানা যায়, কৃষি কাজের উপর নির্ভরশীল ধানঝাটি গ্রামের বাসিন্দা ভোলানাথ বায়েন। এক বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। ২৫ হাজার টাকা খরচ করে আলু লাগান। আর প্রচন্ড বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যাবে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে লেগে যায় অশান্তি। আর এতেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন ভোলানাথ। সোমবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়িতেই বিষ খান। দ্রুত চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। তবুও শেষ রক্ষা হয়নি, মঙ্গবার সকালে মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।