বাঁকুড়ার সারেঙ্গায় জলের ট্যাঙ্ক ভাঙার ঘটনা নিয়ে তর্কযুদ্ধে জড়ালেন চন্দ্র বসু ও সুব্রত মুখার্জি

আমাদের ভারত, নীল বনিক, কলকাতা, ২৩ জানুয়ারি : বাঁকুড়ার সারেঙ্গায় জলের ট্যাঙ্ক ভাঙ্গা নিয়ে তর্কযুদ্ধে জড়ালেন চন্দ্র বসু ও সুব্রত মুখার্জি। রেডরোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে চন্দ্র বসু বলেন, আমি নির্মান শিল্প নিয়ে কিছুটা বুঝি। জলের ট্যাঙ্কটি যেভাবে ভাঙ্গল তাতে অনেক প্রশ্ন রয়েছে। জলের ট্যাঙ্কটি নির্মানের সময় কিছু গাফিলতি ছিল। নাহলে এতবড়ো বিপর্যয় হতে পারে না। রাজ্য সরকারের উচিত ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা। তারপর সেই তদন্ত রিপোর্ট মানুষের নামনে আনা দরকার বলে জানান বিজেপি নেতা চন্দ্র বসু।

অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, তদন্ত ছাড়া কিছু বলা উচিত নয়। রাজ্য সরকার পুরো বিষয়টি নিয়ে তদন্ত করবে। তারপরেই বিজেপি নেতা চন্দ্র বসুর উদ্দেশ্যে সুব্রত মুখার্জি বলেন, গাফিলতি থাকলে অবশ্যই শাস্তি হবে। সে যে পর্যায়ের মানুষ হোক না কেন। একমাত্র এরাজ্যেই কেউ অন্যায় করে পার পায় না বলেও মন্তব্য করেন সুব্রত মুখার্জি। বাঁকুড়ার ঘটনা নিয়ে অযথা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ আনলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *