মেদিনীপুর ব্যবসায়ী সমিতির পুনরায় সভাপতি হলেন চন্দন বসু

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জানুয়ারি: মেদিনীপুরের প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন মেদিনীপুর ব্যবসায়ী সমিতির ২০২২-২৪ সালের কার্যকরী কমিটি গঠিত হল সমিতির বড়বাজারে নিজস্ব কার্যালয়ে। পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চন্দন বসু। সম্পাদক হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন মলয় রায়। যুগ্ম সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে প্রীতম গুঁইন এবং শান্তনু চক্রবর্তী। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন দীপক রঞ্জন দে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত হয়েছেন মদন মোহন মাইতি। প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বি জি মল্লিক এবং নির্বাহী সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রসেনজিৎ সাহা। প্রধান পরামর্শদাতা হিসেবে সংস্থার অন্যতম প্রবীণ সদস্য রবি দত্ত শর্মা মনোনীত হয়েছেন।

নতুন কার্যকরী কমিটির সদস্যরা আগামী দিনে প্রতিটি ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। পাশাপাশি বর্তমান প্রজন্মের কেউ ব্যবসা করতে চাইলে তাদের সবরকম সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *