আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ জুন: তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। এই ঘোষণার পর নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।
বুধবার রাতেই শহরতলীর বিবেকানন্দ পল্লী, সুকান্ত নগর সহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করলেন তাঁরা, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ‘ফ্লাড সেন্টার’ পরিকাঠামো খতিয়ে দেখা হয়।

দুই দিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে, নদীর জল আরও বাড়তে পারে বলে অনুমান। এই কারণে নদী পাড়ের বাসিন্দাদের সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে নদীর বাঁধের পরিস্থিতি যেসব জায়গা খারাপ আছে সেখানে বালির বস্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ সুপার বলেন,” আমরা সর্তক রয়েছি। বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।” সৈকত চট্টোপাধ্যায় বলেন,”নদীর জল বাড়লে কোথায় রাখা হবে বাসিন্দাদের সেই জায়গাগুলো খতিয়ে দেখা হল।”

