জয় লাহা, দুর্গাপুর, ৪ জুন: বিশ্ব পরিবেশ দিবসের আগে বড়জোড়ায় উদ্ধার হল বিলুপ্তিপ্রায় প্রজাতির ক্যামেলিয়ন। বনদফতর সূত্রে জানা গেছে, রবিবার বড়জোড়ার সাহারজোড়া জঙ্গলে ক্যামেলিয়নটি নজরে পড়ে গ্রামবাসীদের। খবর পেয়ে কোচকুণ্ডা গ্রামের বাবু কর্মকার নামে বন্যপ্রাণ সচেতন এক যুবক সেটি উদ্ধার করে। জঙ্গল থেকে সেটি বনদফতরের হাতে তুলে দেয়।
বড়জোড়া বন দফতরে ক্যামিলিয়নটির শারিরিক পরীক্ষা করা হয়। বিলুপ্তিপ্রায় ওই প্রাণীটি দেখতে ততক্ষণে ক্ষুদে পড়ুয়াদের ভিড় জমতে শুরু করে। অনেকে মোবাইল ফোনে ছবি তুলে রাখে। বড়জোড়া বনবিভাগ জানিয়েছে, আপাতত পর্যবেক্ষণ ও শারিরীক পরীক্ষার পর ক্যামেলিয়নটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।