Second Vedic, Chakdaha, নিরন্তর রবীন্দ্রচর্চায় চাকদহের “দ্বিতীয় বৈদিক”

মিলন খামারিয়া, আমাদের ভারত, চাকদহ, ২৮ জুলাই: মুক্ত সংস্কৃতি ও নিরন্তর রবীন্দ্রচর্চায় ব্রতী চাকদহের ‘দ্বিতীয় বৈদিক’। গত ২৭ শে জুলাই, রবিবার ঘরোয়া পরিবেশে উদযাপন করলো ‘স্মরণে মননে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠান। সংস্থার সম্মানীয় সদস্য ডাঃ সুব্রত সরকারের নিজস্ব উদ্যোগে স্থাপিত ‘শিখা স্মরণিকা’ মঞ্চে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। সম্মেলক গান ও আবৃত্তির পাশাপাশি রবীন্দ্রনাথ কেন্দ্রিক বিদগ্ধ আলোচনায় সমৃদ্ধ হলেন উপস্থিত সকলেই।

চাকদহের বিশিষ্ট কবি দেবজ্যোতি রায় ‘রবীন্দ্রনাথ এবং তাঁর পরবর্তী কাব্যপ্রবাহে গ্রহণ- বর্জন’– এই বিষয়ের উপর মনোজ্ঞ আলোচনা করলেন। গত শতকের ত্রিশের দশক থেকে রবীন্দ্র প্রভাবমুক্ত কাব্য অনুশীলনকে রবীন্দ্রনাথ কীভাবে গ্রহণ করেছিলেন, তরুণ কবিরাই বা রবীন্দ্রনাথকে কীভাবে মূল্যায়ণ করলেন– এই ছিল তাঁর আলোচ্য বিষয়। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্যায় নিয়ে সংক্ষিপ্ত তথ্য সমৃদ্ধ আলোচনা করলেন শিক্ষক ও কবি সঞ্জিত দাস। অধ্যাপক ডঃ উত্তম পাল এই সংগঠনের বিকাশে আরও বেশি মানুষের অংশগ্রহণের আহ্বান জানান। তিনি সর্বতোভাবে এই সংগঠনকে সহযোগিতা করার আশ্বাস দেন। সর্বমোট ৬২ জন শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংগঠনের সম্পাদিকা শুভ্রা দেব জানালেন, নিরবচ্ছিন্ন রবীন্দ্রচর্চা এই সংগঠনের উদ্দেশ্য। তবে আগামী দিনে সংস্কৃতি চর্চার ক্ষেত্র আরও প্রসারিত হতেই পারে। সভাপতি সুদেষ্ণা ঘোষ চৌধুরী বললেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সংগঠনের মূল শক্তি। শিক্ষক ও রবীন্দ্রপ্রেমী শিল্পী ঋতুরাজ গোস্বামীর নেতৃত্বে মূলত এখানে সম্মেলক গানের অনুশীলন হয়। তিনি জানালেন, অশীতিপর থেকে শুরু করে তরুণ প্রজন্ম– সকলে একসাথে এখানে মিলিত হন। প্রত্যেকের অফুরন্ত প্রাণশক্তি এই সংগঠনের প্রেরণা শক্তি। রবীন্দ্র অনুশীলনকে মুখ্য রেখে বাংলা সংস্কৃতির প্রথিতযশা সকলের সৃষ্টির সাথে পরিচিত হওয়া ও পরিচিত করানোর উদ্যোগে তিনি সবসময় সাথী হয়ে থাকবেন বলেও জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *