পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: ডেঙ্গু বিজয় অভিযানে চন্দ্রকোনা পৌরসভা। প্রতিদিনই পৌরসভার উদ্যোগে চলে সাফাই অভিযান। আজ পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ- এর নির্দেশ ডেঙ্গু বিজয় অভিযানে নামে চন্দ্রকোনা পৌরসভা। পৌরসভার চেয়ারম্যানকে ঝাঁটা হাতে হাতে সাফাই করতে দেখা যায়।
কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে সম্মানে ভূষিত হয়েছে চন্দ্রকোনা পৌরসভা। আজ বিশেষ কর্মসূচিতে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল, চন্দ্রকোনা ২ বিডি অফিস সহ একাধিক জায়গায় বিশেষ কর্মসূচি চালানো হয় চেয়ারম্যানের উপস্থিততে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ স্বপ্ননীল মিস্ত্রি, চন্দ্রকোনা পৌরসভার কাউন্সিলররা।