আমাদের ভারত, কোচবিহার, ১৫ ফেব্রুয়ারি:
ঐতিহ্যের শহর কোচবিহার, আর এই শহরের ঐতিহ্য তার দিঘি। কোচবিহার মহারাজা হরেন্দ্র নারায়ণের রাজত্বকালে প্রায় ২০০ বছর আগে এই শহরে খনন করা হয়েছিল অনেক গুলি জলাশয়, এর পরেও একের পর এক জলাশয় খনন করা হয়। ঐতিহাসিকদের মতে কোচবিহার শহরে ছোট বড় মিলিয়ে ৭৮ টি দিঘি ছিল। আজ থেকে দুই দশক আগেও ২২ টি দিঘির অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে রয়েছে ১৭ টি দিঘি। যার মধ্যে বেশিরভাগই সংস্কারের অভাবে বুজে যেতে বসেছে। সম্প্রতি কোচবিহারকে হেরিটেজ শহর ঘোষণা করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার, সেই সঙ্গে কোচবিহার শহরের দিঘিগুলির সংস্কার করতে উদ্যোগী হয়েছে কোচবিহার সদর মহকুমা প্রশাসন।
সংস্কারের অভাবে আগাছা ও কচুরিপনায় ভরা দিঘি গুলিতে সংস্কারের কাজ শুরু হয়েছে। এছাড়া দিঘির পারে জবরদখলকারীদের সরানো হচ্ছে, সেখান থেকে। লাল দিঘি, চন্দন দিঘি, কাইয়া দিঘি সংস্কারের কাজ শুরু হয়েছে। বাকি জলাশয় গুলিকেও সংস্কার করার কাজ দ্রুত শুরু হবে বলে কোচবিহারের মহকুমা শাসক সঞ্জয় পাল জানিয়েছেন। প্রশাসনিক এই উদ্যোগে খুশি, সাধারণ মানুষ থেকে পরিবেশ প্রেমীরা।