শিক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে লাগানো ব্যানারকে কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই-এর হাতাহাতি, মেদিনীপুর কলেজে নামানো হলো বিশাল পুলিশ বাহিনী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: মেদিনীপুর কলেজে জঙ্গলমহল সাহিত্য উৎসবে যোগ দিতে শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্যরা আসন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে স্বাগত জানাতে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে একটি ব্যানার লাগানো হয় কলেজের গেটে। সেই ব্যানার লাগানোকে কেন্দ্র করেই হাতাহাতিতে জড়ালো তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই। গেটে লাগানো ব্যানারে তৃণমূল ছাত্র পরিষদের নাম থাকবে কেনো? এই নিয়ে আপত্তি জানায় এসএফআই-এর সদস্যরা। প্রতিবাদে কলেজের গেটেই পতাকা লাগিয়ে দেয় এসএফআই। কলেজের গেটে দুই পক্ষের ব্যানার ও পতাকা লাগানোয় দুই পক্ষের মধ্যে বিতর্ক ও চাপা উত্তেজনার সৃষ্টি হয়। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে দুই পক্ষকেই সমস্ত ব্যানার ও পোস্টার খুলে নিতে বলে।

ব্রাত্য বসুকে স্বাগত জানাতে লাগানো ব্যানারগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের লোগো ও নাম থাকায় সেগুলি অর্ধেক মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। তখনই পুলিশের সামনেই বিতর্ক চরমে পৌঁছোয়। হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠন। পরিস্থিতি সামাল দিতে কলেজের সামনে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। সম্পূর্ণ ঘটনায় একে অপরকে কটাক্ষ করেছেন তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই এর জেলা সভাপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *