আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনের দিন কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক শিক্ষাক্ষেত্রে “প্রেরণা অভিযান” শুরু করল। এই অভিযানের অঙ্গ হিসেবে ১৭ দিন বিভিন্ন স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনীতে অনুপ্রাণিত সিনেমা ছাত্র-ছাত্রীদের দেখানো হবে। এর ফলে তারা প্রধানমন্ত্রীর ছেলেবেলার কাহিনীতে উদ্বুদ্ধ হবে। সিবিএসসি বোর্ডের অন্তর্গত সব স্কুলে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে থাকা সব স্কুলে “চলো জিতে হ্যায়” ছবিটি দেখানো হবে। ছবিটিতে প্রধানমন্ত্রী ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশ ১১ সেপ্টেম্বরের মধ্যেই এসে পৌঁছে গিয়েছে। সেখানে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের আগে ১৬ তারিখ থেকে স্কুলগুলিতে সিনেমাটি দেখানো শুরু হবে। চলবে ২ অক্টোবর পর্যন্ত। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ছবি ছোটদের চরিত্র গঠন, সেবা, দায়িত্বভার নিতে এবং চিন্তা করতে শেখাবে। সামাজিক মানুষের শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনে সহায়তা করবে। ছোটদের অনুপ্রেরণা যোগাবে।
বুধবার দেশজুড়ে ৭৫তম জন্মদিন পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর। এই উপলক্ষেই ওই পরীক্ষামূলক শিক্ষা অভিযান চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার নাম প্রেরণা। এই অভিযানটি শুরু হয়েছে গুজরাটের ঐতিহাসিক ভারনাকুল স্কুল অফ বভরানগর থেকে। এই স্কুলের ছাত্র ছিলেন নরেন্দ্র মোদী। প্রেরণা অভিযানের অন্যতম অঙ্গ হলো, চলো জিতে হে ছবিটি। তা এবার সিবিএসই’র অধীনস্থ স্কুলে দেখানো হবে।
নির্মাতাদের দাবি, এই ছবিটি স্বামী বিবেকানন্দের মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত। যার সার কথা নিজের জন্য নয়, পরের জন্য বেঁচে থাকার নাম জীবন। ২০১৮ সালে এই ছবি প্রথম মুক্তি পেয়েছিল। ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও ছবিটি দেখানো হবে। ছবিটি শ্রেষ্ঠ নন ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে।