ভ্যাকসিন নিয়ে সময়সীমা ও দাম নির্দিষ্ট করে ঘোষণা করল কেন্দ্র

রাজেন রায়, কলকাতা, ১২ জানুয়ারি: জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিনে ভারতের বেশকিছু রাজ্যে পৌঁছে দেওয়া হল ভ্যাকসিন। ‘আজ ভারতের জন্য ঐতিহাসিক দিন’, ভ্যাকসিন সরবরাহ নিয়ে মঙ্গলবার এমনটাই জানিয়েছে সেরাম সংস্থার প্রধান। তবে দেশের সব রাজ্যসহ প্রত্যন্ত এলাকায় ভ্যাকসিন পৌঁছনোর ক্ষেত্রে বেঁধে দেওয়া হল সময়সীমা। জানানো হয়েছে, ১৪ জানুয়ারির মধ্যে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় পৌঁছে দিতে হবে ভ্যাকসিন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, সরকার বলেছে যে, ভারত বায়োটেকের কোভাক্সিন ডোজগুলির জন্য ২৯৫ টাকা (কর বাদে) ব্যয় হবে। সংস্থাটি ১৬.৫ লক্ষ ডোজ বিনামূল্যে প্রদান করবে। যার প্রতিটির মূল্য ২০৬ টাকা হবে। এর বাইরে সরকার বলেছে যে কোভিশিল্ড ভ্যাকসিনের ১.১০ কোটি ডোজ প্রতি ২০০ টাকা ব্যয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে সংগ্রহ করা হচ্ছে।

আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে গণ টিকাকরণ। ইতিমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেক-আইসিএমআরের তৈরি কোভ্যাক্সিন টিকাকে অনুমোদন দিয়েছে ভারত। সোমবার কোভিশিল্ড টিকার জন্য সেরাম ইনস্টিটিউটকে ১ কোটি ১০ লক্ষ ডোজের বরাত দিল কেন্দ্র। এভাবেই ধাপে ধাপে কেন্দ্রের বরাত অনুযায়ী সারা দেশে সরবরাহ চলবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *