রাজ্য এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত, বললেন কৈলাশ বিজয়বর্গীয়

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৩ ডিসেম্বর: “রাজ্যে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন”। বোলপুরে এসে সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এমনই আবেদন জানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

২০ ডিসেম্বর শান্তিনিকেতনে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেই ব্যবস্থাপনা দেখতে শনিবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছান কৈলাশ বিজয়বর্গীয়। সঙ্গে ছিলেন বোলপুর লোকসভার প্রাক্তন সাংসদ অনুপম হাজরা, দলের বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। বোলপুরে রাত্রিবাসের পর রবিবার সকালে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে জেলা কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৈলাশ
বিজয়বর্গীয় বলেন, “আমার মনে হচ্ছে ভারতের সংবিধানের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিশ্বাস নেই। তিনি মনে করেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে। এখানকার রাজা তিনি”।

কৈলাস বিজয়বর্গীয় এদিন বলেন, “আমরা নির্বাচন কমিশনকে আবেদন করবো যেন মানুষ নির্ভয়ে নিজের ভোট দান করতে পারেন। আর এই নির্ভয় ভোটদানের জন্য এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন”। পাশাপাশি তিনি বলেন, “আমাদের দেশের একটা সংবিধান আছে। যে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের একটি ভূমিকা এবং রাজ্য সরকারের একটি ভূমিকা থাকে। আর এই সংবিধান অনুযায়ী দুইজনকেই নিজেদের ভূমিকা পালন করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, যেন বাংলা দেশের অংশ নয়, সম্পূর্ণ আলাদা জায়গা। বাবা সাহেব আম্বেদকরের আইনের প্রতি তার আস্থা নেই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *