রোমের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরেও ছাড়পত্র দিলো না বিদেশমন্ত্রক

আমাদের ভারত, ১০ ডিসেম্বর:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপাল সফরে যাওয়ার অনুমতি দিলো না বিদেশমন্ত্রক। কিছু দিন আগে রোম সফরেও কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়পত্র দেয়নি। সেই সময় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে নেপাল সফরের অনুমতি না পাওয়া নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোন কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের তরফেও কোন মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর নেপালের অন্যতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। নেপালে প্রাক্তন প্রধান মন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি চিঠি লিখেছিলেন তৃণমূল নেত্রীকে। কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয় একটি অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে? এর উত্তরও নাকি জানিয়েছিল নবান্ন। কিন্তু শোনা যাচ্ছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিলের অন্যতম কারণ করোনাও হতে পারে।

এর আগে গত সেপ্টেম্বরে বিশ্বশান্তি সম্মলনে রোম সফরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। তা নিয়ে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর বিদেশ গেলেন অথচ আমাকে কেন যেতে দেওয়া হলো না? তার অভিযোগ তাকে হিংসা করা হয় বলেই আটকানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *