নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ এপ্রিল: মুখ্যসচিব রাজিব সিনহার কথা মতোই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকালো কলকাতা পুলিশ। সোমবার বিকেলে রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল এক বিশেষ প্রতিনিধি দলকে। মঙ্গলবার শহরের করোনা আক্রান্ত এলাকাগুলিকে চিহ্নিত করে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় দলটি। যদিও এদিন সকালে কলকাতা পুলিশের হস্তক্ষেপে পরিদর্শনে বাধা পায় তারা। কেন্দ্রীয় প্রতিনিধি দলটি গুরুসদয় রোড থেকে সকালে বের হতেই বাধা দেয় কলকাতা পুলিশ।
সূত্রের খবর, লালবাজারের তরফে বলা হয় তাদের নির্দেশ মতো এলাকা পরিদর্শন করতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিশেষ দল তা নাকচ করে। কেন্দ্রের প্রতিনিধি দলকে কেন্দ্র থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেই অনুযায়ী এলাকা পরিদর্শনের দাবি রাখে তারা কলকাতা পুলিশের কাছে। যদিও তা মানতে চায়নি কলকাতা পুলিশের কর্তারা। গুরুসদয় দত্ত রোডের বিএসএফের সদর দফতরেই বর্তমানে রয়েছেন তারা। কেন্দ্রীয় প্রতিনিধি দলটি যাতে বাইরে বের হতে না পারে তার জন্য পুলিশ রাখা হয়েছে বিএসএফ অফিসের সামনে।