সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া,২৬ মার্চ: শতাব্দী প্রাচীন শ্রীশ্রী দামোদর জিউ মন্দিরের শতবর্ষ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হোল আজ। শতবর্ষ উপলক্ষে আজ সকালে দামোদর জীউ এর বিগ্ৰহ নিয়ে এক শোভাযাত্রা র আয়োজন করা হয়।
বাঁকুড়া শহরের সত্যপীরতলায় দামোদর মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়। এলাকার অধিবাসী সহ বহু ভক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ১৩২৯ সালে মন্দিরের প্রতিষ্ঠা করেন চিন্তামণি দত্ত। বর্তমানে তারই উত্তরসূরি রামকৃষ্ণ দত্ত ও বিশ্বনাথ দত্তের সন্তানরা মন্দিরের ও শ্রীবিগ্ৰহের সেবা কার্য পরিচালনা করছেন। রামকৃষ্ণ দত্তের পুত্র সত্য সুন্দর দত্ত জানান, প্রাচীন এই মন্দিরের শতবর্ষ পালিত হচ্ছে।
আজ সারাদিন ব্যাপী যাগযজ্ঞ, পূজাপাঠ ও নামসংকীর্তনের আয়োজন করা হয়েছে।প্রাচীন প্রথা মেনেই প্রতি বছর রাসতলা স্হিত রাসমন্দিরে দামোদর জীউ এর রাস উৎসব পালিত হয়।