পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: আজ খড়্গপুর শহরের অন্যতম ঐতিহ্যবাহী ও অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর কলেজের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো। এদিন কলেজ চত্বরে এক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন শেড তৈরির শিলান্যাস করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি।
শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডেও কলেজ কর্তৃপক্ষ এগিয়ে এসেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অংশ হিসেবে আয়োজিত এক রক্তদান শিবিরেমউপস্থিত থেকে সভাধিপতি নিজে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই উদ্যোগের আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠানজুড়ে ছিল কলেজ পরিবারের মধ্যে প্রাণবন্ত আবহ এবং শিক্ষার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর সমন্বয়।
এই ঐতিহাসিক মুহূর্ত খড়্গপুর কলেজের আগামী দিনের পথচলায় এক নতুন দিগন্ত উন্মোচনের বার্তা দিল।