পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: আজ ১২ই জানুয়ারি, রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী, পাশাপাশি শ্রম পাঠশালার চতুর্থ প্রতিষ্ঠা দিবস, তাই এদিন সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বড়কোলা শ্রম পাঠশালার কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্যে দিয়ে শ্রম পাঠশালার চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পাশাপাশি পাঠশালার ছাত্র-ছাত্রীদের নিয়ে কবিতা, আবৃতি, নৃত্য সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন শ্রম পাঠশালার প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু মাইতি, সম্পাদক সুমন ঘোষ, কোষাধক্ষ্য বুবাই ধল, বুলেট পাতর, তন্ময় ঘোষ, শিক্ষক অনুপম ঘোষ- সহ পাঠশালার অন্যান্য শিক্ষক-শিক্ষিকার। অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ড: পরিমল কান্তি মন্ডল, মোহাম্মদ আরিফ মালি, অ্যাডভোকেট তন্ময় মজুমদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।