Bsnkura, বাঁকুড়ায় রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ সেপ্টেম্বর: সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন- এর উদ্যোগে বাঁকুড়ার গোড়াবাড়ি পঞ্চায়েতে অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস এবং স্বস্থ্য নারী ও সশক্ত পরিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রমা মন্ডল এবং গোড়াবাড়ি পঞ্চায়েত প্রধান বুলু সিং সর্দার উপপ্রধান অর্পণ সাহু। শতাধিক উপভোক্তা মা ও শিশু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আইসিডিএস- এর অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিশুদের সময় মত ভ্যাকসিন এবং পুষ্টিযুক্ত খাবার খাওয়ার উপকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রকল্প “স্বস্থ্য নারী ও সশক্ত পরিবার” এর তাৎপর্য তুলে ধরা হয় এবং প্রত্যেক মা’কে তাদের শিশু সন্তান সহ শাশুড়ি মা’কে নিয়ে নিয়মিত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সকলের স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। প্রকল্প অনুসারে স্বাস্থ্য কেন্দ্রে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মুখ গহ্বর- এর ক্যান্সার, স্তনের ক্যান্সার এবং জরায়ুর মুখের বা সারভাইকাল ক্যান্সার আছে কিনা তার পরীক্ষার সুযোগ মিলবে।

অনুষ্ঠানে প্রত্যেক শিশুকে খেলনা, তোয়ালে দেওয়া হয়। উপস্থিত মায়েরা ক্যুইজে অংশগ্রহণ করেন। সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *