জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ জুলাই : মাওবাদী আন্দোলন পর্ব থেকে জঙ্গলমহলে মোতায়েন থাকা সিআরপিফের ৫০ নম্বর ব্যাটেলিয়ানের ৮২তম প্রতিষ্ঠা দিবস পালন হল লালগড় হেড কোয়ার্টারে। এদিন অনুষ্ঠান উপলক্ষ্যে সোমবার সকালে এলাকার প্রতিবন্ধী মানুষদের হাতে হুইল চেয়ার তুলে দেন কামাডেন্ট বজরঙ্গ লাল। পুলিশ ও জনসাধারণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সিআরপিএফের পক্ষ থেকে এলাকার মানুষদের সঙ্গে একটি প্রীতি ভলিবল খেলারও আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকার জনসাধারণের মধ্যে উৎসাহ নজরে পড়ে।