কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট: শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হল। ঘাটাল কলেজে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মূল কর্মসূচি। মূলগ্রাম থেকে ঘাটাল পর্যন্ত বাইক র্যালি হয়। এদিন খড়ার দন্দীপুর, দলপতিপুর থেকে শতাধিক বিজেপি কর্মী ঘাটালের বিধায়ক শঙ্কর দোলুইয়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন।

কর্মসূচিতে রক্তদান শিবিরে ৭০ জন রক্ত দান করেন। বক্তারা দেশের প্রতি দায়িত্বে ছাত্রসমাজ এবং আধুনিক প্রজন্মের কর্তব্যের কথা বলেন। রাজ্যের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন ঘাটালের বিধায়ক।ছিলেন বিধায়ক শঙ্কর দলুই, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মন্ডল, ব্লক তৃণমূল নেতৃত্ব উদয় শঙ্কর সিংহ রায়, ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল, ছাত্রনেতা অংশুমান দোলুই প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

