আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো পঁয়ত্রিশ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে মেদিনীপুর শহরে। ১৮৮৫ সালের ২৮শে ডিসেম্বর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সাবেক মুম্বাই শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়। লর্ড ডাফরিন এবং অ্যালন অক্টাভিয়ানের সহযোগিতায় গড়ে ওঠা সেদিনের সেই জাতীয় কংগ্রেস দল এবছর একশো পঁয়ত্রিশ তম বর্ষে পা রেখেছে। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খাঁ ও জেলার কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে শনিবার মেদিনীপুর শহরের ঐতিহাসিক গান্ধী মূর্তির পাদদেশে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে।