আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: সোমবার থেকে বুধবার পর্যন্ত পিংলা ব্লকের ৯ নম্বর অঞ্চলের বাগনাবাড় প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হয়েছে। আজ সমাপ্তি দিনে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা এবং বিধায়ক গীতা ভুঁইঞা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ স্কুলের এবং নারী শিক্ষার প্রসারে আরো বেশি উদ্যোগ নিতে আহ্বান জানান। এলাকার বিধায়িকা গীতা ভুঁইঞা বলেন, বিধায়ক তহবিল থেকে সবং বিধানসভা কেন্দ্রের অনেক মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলকে দুবার তিনবার করে টাকা দেওয়া হয়েছে। এবার যেসব প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ এবং সুবর্ণজয়ন্তী অতিক্রান্ত করছে সেই স্কুল গুলোকে সাহায্য করব। এই স্কুলকেও সাহায্য করা হবে।