স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ জুলাই:
গত দু’বছর আগেও আত্মীয়;স্বজনকে নিয়ে, রহমানের জন্মদিন পালন হয়েছিল। গতবছর কোভিড পরিস্থিতির কারণে, শুধুমাত্র চারাগাছ বিতরণ করা হয়েছিল। আর এ বছর রক্তদান। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকেই আজ সকাল দশটা নাগাদ শান্তিপুর কাশ্যপপাড়া বন্ধুসভা সভাগৃহ আসতে বলা হয়েছিল, রোহনকে আশীর্বাদ এবং তাকে ভালবেসে রক্তদানে শামিল হতে।

শান্তিপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা নিয়মিত সমাজ সংস্কারের কাজ করে চলেছে, তাদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়েই চলল রক্তদানের অনুষ্ঠান। রোহনের বাবা রুহুউল্লা কারিগর জানালেন, সেতু নামক সংগঠন গড়েছি আমরা। সারাবছর মানুষের সাথে কাজ করতে গিয়ে দেখেছি, অসুস্থ রোগীর প্রাণ বাঁচাতে রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হয়, তাই কাউকে রক্ত দান করার কথা বলার আগেই নিজের পরিবার পরিজনদের রক্তদানে ব্রতী করাতে হবে। রোহনের মঙ্গল কামনার জন্য আজকের এই আয়োজন। ১০০ জনের বেশি রক্তদাতা আজ এই অনুষ্ঠানে শামিল হয়েছেন।


