পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: আর দশটা পরিবারের মতন হই হুল্লোড় আমোদ প্রমোদের মধ্য দিয়ে নয়, বরং গাছ লাগিয়ে এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের নতুন বস্ত্র দিয়ে জন্মদিন পালন কাউন্সিলর কন্যার।শেষে পাত পেড়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ- বৃদ্ধাদের। দু’হাত ভরে আশীর্বাদ পেলো চার বছরের ছোট অর্না। কাউন্সিলর বললেন মানুষের মতন মানুষ করতে চাই মেয়েকে।
গুটিগুটি পায়ে চার বছরে পড়লো অর্না বসু। আর এই জন্মদিনকে বিশেষভাবে পালন করল তার বাবা-মা।মূলত মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং সিআইসি রয়েছেন কর্ণেলগোলার বাসিন্দা সৌরভ বসু ওরফে বিপ্লব বসু। এই সৌরভ বসু এবং রিঙ্কু মন্ডল বসুর মেয়ে অর্না বসু। গত চার বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেছিল। এই ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়েছে। ইতিমধ্যে এ বছর সে চার বছরে পড়লে। তাই তার জন্মদিনকে আর দশটা পরিবারের মতন পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে পালন না করে বরং গাছ লাগানো এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে পালন করলেন এই কাউন্সিলর।
এদিন সকালবেলায় প্রথমে স্থানীয় রামকৃষ্ণ নগর পার্কে গাছ লাগানোর কাজ শুরু করেন মেয়েকে নিয়ে। এই পার্কে একাধিক বৃক্ষরোপন করা হয়। এরপরই দুপুর নাগাদ তাকে নিয়ে চলে আসা হয় মেদিনীপুর পৌরসভার বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে গড়ে ওঠা ‘আশ্রয়’ নামক আবাসিক সেন্টারে। সেখানে পরিবার থেকে বঞ্চিত বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে তুলে দেন নতুন বস্ত্র।পুরুষদের জন্য যেমন গেঞ্জি লুঙ্গি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি মহিলাদের জন্য ছিল নতুন শাড়ি। এরপর মেয়ের জন্মদিন উপলক্ষে তাদের পাত পেড়ে খাওয়ান কাউন্সিলর সৌরভ বসু।এইদিন দু’ হাত তুলে কাউন্সিলরের মেয়েকে আশীর্বাদ করেন এই আবাসিকরা।
এ বিষয়ে কাউন্সিলার সৌরভ বসু বলেন, ”আজকের দিনে মানবিকতা এবং সচেতনতার খুবই প্রয়োজন। আমি চাই আমার মেয়ে আর দশটা বাচ্চাদের মতন মানুষের মত মানুষ হোক। তাই তার জন্মদিনকে বিশেষভাবে পালন করার উদ্দেশ্যে এই উদ্যোগ। আজ আমার মেয়ে শুধু নিজের মা- বাবার আশীর্বাদ পেত, কিন্তু এই হাজার হাজার মানুষ যারা পরিবার থেকে বঞ্চিত তাদের আশীর্বাদ নিয়ে বড় হবে। তাই তাদের আশীর্বাদ নেওয়ার জন্যই এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন।