সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ সেপ্টেম্বর: আরসিএম প্রতিষ্ঠানের কর্ণধার তিলক চাঁদ
ছাবড়াজির জন্মদিনে রক্তদান করে শ্রদ্ধা জানালো কর্মীরা। আজ সকালে বাঁকুড়া শহরের গোবিন্দনগরে এক অভিজাত পান্হশালায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের কর্ণধারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কেক কেটে জন্মদিন উদযাপিত হয়। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা। রক্তদান শিবিরে ৩৮ জন রক্তদান করেন।
আরসিএমের বাঁকুড়া শাখার কর্ণধার জয়ন্ত মুখার্জি জানান, সারা ভারতবর্ষজুড়ে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে। ভারত নির্মাণে এই প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতনতা মূলক প্রচার ও আলোচনার আয়োজন করা হয়।