সমাজসেবী গণপতি বসুর ৯৭ তম জন্মদিন পালন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ আগস্ট: সংক্ষিপ্ত ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হল অবিভক্ত মেদিনীপুর জেলার সবুজ বিপ্লবের অন্যতম অগ্রদূত, সাহিত্য রসিক, সংস্কৃতি প্রেমী, বিশিষ্ট সমাজসেবী এবং অবিভক্ত মেদিনীপুর জেলার সর্বপ্রথম সংগঠিত ব্যবসায়ী সংগঠন মিডনাপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব্ কমার্স (পরবর্তী কালে পশ্চিম মেদিনীপুর ডিষ্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-র প্রতিষ্ঠাতা সভাপতি গণপতি বসুর  ৯৭ তম জন্মদিন।

গণপতি বসু স্মৃতি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে তার জন্মদিবস পালন করা হয় মেদিনীপুর শহরের পাশবাড়ির গণপতিনগরে গণপতি বসুর সমাধিস্থল এবং স্মৃতি স্তম্ভে মাল্যদান করে। উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সমিতির সদস্য সৌরীন দত্ত, কার্তিক রুইদাস, গণপতি বসুর পুত্র চন্দন বসু এবং গণপতি নগরের
অধিবাসীবৃন্দ।

পরে সদরঘাটে গণপতি বসু স্মৃতি উদ্যানে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। গণপতি বসুর পুত্রদ্বয় রামদাস বসু ও চন্দন বসু, দুই পুত্রবধূ মানসী বসু ও চন্দ্রলেখা বসু, পৌত্র অভ্রণীল বসু সহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯২৪ সালের ২০ শে আগস্ট গণপতি বসু গড়বেতার নোহারীতে জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *