জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মে:
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এদিন সকালে সংকল্ল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গনে বিদ্রোহী কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। ফাউন্ডেশন পক্ষে উপস্থিত ছিলেন গোপাল সাহা, পিন্টু সাউ, পারমিতা সাউ, অরিত্র দাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ্তা দে, ঝুমঝুমি চক্রবর্তী, আলপনা ভুঁইঞা, সৌরাশিষ সিংহ, বুলটি সিংহ, সূর্য সিংহ।