পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: খড়্গপুর শহর দশেরা উৎসব কমিটি প্রতি বছরের মতো এবারও একটি জমকালো রাবণ দহন উৎসবের আয়োজন করে খড়্গপুর শহরের রাবনপোড়া ময়দানে।

উল্লেখযোগ্যভাবে, এই অনুষ্ঠানটি ১০১তম বছরে পদার্পণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়োজক এবং শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সকালের দিকে আবহাওয়া উৎসবের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করেছে। নবমীর রাত থেকে টানা বৃষ্টি আয়োজকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কমিটির সদস্যরা বলছেন যে, আবহাওয়া খারাপ থাকলেও রাবণ দহন অনুষ্ঠান হবে।

শেষ পর্যন্ত আয়োজকদের নিরাশ না করে দশেরার সন্ধ্যার মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে যায় এবং ১০১তম রাবণ দহনের ঐতিহাসিক মুহূর্তটি কোনও বাধা ছাড়াই উদযাপন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক অজিত মাইতি, প্রাক্তন বিধায়ক তথা দশেরা উৎসব কমিটির সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


