সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ সেপ্টেম্বর: মহাসমারোহে বাঁকুড়ায় পালিত হলো হিন্দি দিবস।আজ মধ্যাহ্নে বাঁকুড়ার গোয়েঙ্কা বিদ্যায়তনে রাষ্ট্র ভাষা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের শিক্ষন কেন্দ্রের শিক্ষার্থীদের রাষ্ট্র গান পরিবেশনের মাধ্যমে
অনুষ্ঠানের সূচনা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত শ্রুতি লিখন, কবিতা পাঠ ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় প্রথম তিন স্থানাধিকারিকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ঠ সমাজসেবী দেবেন্দ্র আগরওয়াল, কৈলাস খান্ডেলওয়াল, বাঁকুড়া অনুশীলন সমিতির সম্পাদক প্রদীপ নাগ, পরিষদের সদস্য ভাস্কর সিনহা, কার্যকরী সদস্য কেশব মোদী, দুর্গা প্রসাদ পোদ্দার, পবন ড্রোলিয়া, বজরং শর্মা, এবং হিন্দি শিক্ষা কেন্দ্রের প্রধান অধ্যাপক অশোক কুমার দানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দেবেন্দ্র আগরওয়াল রাষ্ট্র ভাষা প্রসারে রাষ্ট্রভাষা পরিষদকে সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস দেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথি প্রদীপ নাগ হিন্দি ভাষায় অনুদিত রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন।