আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: বাগবাজার নিবেদিতা উদ্যানে রবিবার ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন (সিডিএসএ) একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ছিল ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, ব্রেষ্ট স্ট্রোক, বাটারফ্লাই স্ট্রোক এবং ২৫ মিটার পুরুষ ফ্রি স্টাইল রিলে রেস।
এর ভিতর একটি হাড্ডাহাড্ডি লড়াই ছিল পুরুষদের ৪০ বছর এবং তারও বেশি বয়সীদের ব্যাক স্ট্রোক বিভাগে। এতে প্রথম হয়ে স্বর্ণপদক পান সৌম্য মুখার্জি, দ্বিতীয় ও তৃতীয় হয়ে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পান যথাক্রমে দেবাশিস কুমার সুর ও প্রিয়জিত সুর।
এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। উৎসাহী দর্শক এবং সমর্থকদের উপস্থিতিতে স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ সফল প্রার্থীদের পুরস্কারের পদক
তুলে দেন।