জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বারবার কর্তব্যে অবহেলার অভিযোগ ওঠায় এবার তাদের গতিবিধি নজরবন্দি রাখতে শালবনি কোভিড হাসপাতালে প্রতিটি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
সিসি ক্যামেরায় এবার থেকে নজরদারি চালানো হবে যে, স্বাস্থ্যকর্মীরা রোগীদের ঠিকমতো পরিষেবা দিচ্ছেন কি না। কিংবা তাদের সঙ্গে কি রকম ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরে শালবনি কোভিড হাসপাতালের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে। জেলায় ক্রমবর্ধমান সংক্রমণের পাশাপাশি একের পর এক মৃত্যুর ঘটনায় এই কোভিড হাসপাতালের চিকিৎসার মান নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। এক সপ্তাহ আগে ওই হাসপাতালের সুপারের বিরুদ্ধে অভিযোগ পৌঁছায় মুখ্যমন্ত্রীর দপ্তরে। এর পরেই সুপারের দায়িত্বে থাকা শালবনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে সরিয়ে দেওয়া হয়।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, চিকিৎসা বিষয়ক বিভিন্ন অভিযোগ তাদের কাছে এসে পৌঁছেছে। তারমধ্যে অনেক সময় দেখা গেছে বেশ কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এজন্য পুরো বিষয়টিকে সিসি ক্যামেরা বন্দি করে পরিষেবা বিষয়ক সমস্ত দিকে নজরদারি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।