করোনার কারণে ফের কাঁটছাঁট সিবিএসই-আইসিএসই-র সিলেবাসে

রাজেন রায়, কলকাতা, ১৮ সেপ্টেম্বর: ফের করোনার কারণে কাঁটছাঁট সিবিএসই-আইসিএসই সিলেবাসে। এই নিয়ে দ্বিতীয়বার সিলেবাস কাটছাটের পথে হাঁটল সিবিএসই এবং আইসিএসই বোর্ড।

জানা গিয়েছে, ২০২১–এর আইসিএসই–র পরীক্ষার সিলেবাসে ইংরেজি দ্বিতীয় ভাষা, ইতিহাস, ভূগােল, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস ও ইকনমিক অ্যাপ্লিকেশনস– সহ ১৩ বিষয়ে সিলেবাসে কাটছাট করা হয়েছে। কমছে আইএসসি-র সিলেবাসেরও। ইংরেজি, ইতিহাস, মনস্তত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, অর্থনীতি, জীববিদ্যা, সমাজবিদ্যা ও বায়ােটেকনােলজির।

পর্ষদের তরফে সচিব জেরি অ্যারাথন জানান, বিভিন্ন শ্রেণির সিলেবাসের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে। যে অধ্যায়গুলিকে রাখা হয়েছে, সেগুলির সঙ্গে পরের শ্রেণির সিলেবাসে যােগ রয়েছে। কোথায় কতটা সিলেবাস কমানো হয়েছে, তা ইতিমধ্যেই অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *