নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ আগস্ট: ফের মুকুল রায়কে কড়া নোটিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। আগামী সাতদিনের মধ্যে বিজেপির জাতীয় পরিষদের সদস্যকে সমস্ত তথ্য জমা দেবার নির্দেশ দিয়েছে ইডি।
জানাগিয়েছে, ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য মুকুল রায়কে জমা দিতে বলেছে সিজিও কমপ্লেক্সের গোয়েন্দারা। সূত্রের খবর বিজেপির জাতীয় পরিষদের সদস্যকে ফের নারদ মালায় ইডির তলব। সাক্ষী কেসেই তাঁকে ডাকা হয়েছে বলে খবর। এরআগেই এই মামলায় প্রাক্তন রেলমন্ত্রীকে ডাকা হয়েছিল। কিন্তুু বিভিন্ন কারন দেখিয়ে প্রাক্তন রেলমন্ত্রী ইডির জেরার মুখোমুখি হননি। করোনার সময় টানা লকডাউনেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হননি মুকুল রায়। উল্লেখ্য ইডি নারদ মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তৃণমূলের কয়েজন মন্ত্রীর ভয়েস রেকর্ড করেছে ইডি। তারমধ্যে রয়েছেন প্রক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রসুন ব্যানার্জি।
তবে তদন্তে নামার পর এই মামলায় কাউকে গ্রেফতার করেনি ইডির তদন্তকারি অফিসাররা। এছাড়াও সুপ্রিমকোর্টের নির্দেশে নারদ মামলায় আলদাভাবে তদন্ত করছে সিবিআই। তারাও ঘটনার পূর্নাঙ্গ নাট্যরূপ করিয়ে তদন্তের অগ্রগতি করেছিলেন। কিন্তুু ২০১৯ সালের লোকসভা ভোটের পর এই মামলার তদন্ত একচুলও এগোয়নি। হঠাৎ ২০২১ এর আগে মুকুল রায়কে তলব করে ফের নারদা মামলার ফাইল সামনে আনলো ইডি।