আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ সেপ্টেম্বর: বুধবার দিনভর মুর্শিদাবাদ জেলার লালগোলা সহ বিভিন্ন এলাকায় গরু পাচার কান্ডে বিশেষ অভিযান চালাল সিবিআই। সিবিআই এর পাঁচ জনের একটি টিম লালগোলার বেশ কিছু জায়গায় গরু পাচারকারী পান্ডা এনামুল হকের বাড়ি ও অফিসে চিরুনি তল্লাশি চালায় এবং কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে। পরবর্তীকালে তারা সীমান্ত চত্বরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং কোথা দিয়ে গরু ও জাল নোট পাচার হত সেসব জায়গার খোঁজ খবর নেন। লালগোলা থেকে রঘুনাথগঞ্জ তারপর কলকাতার দিকে রওনা দেন।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার লালগোলা, ভগবানগোলা, জলঙ্গি সহ বিভিন্ন এলাকা দিয়ে গরু পাচার ও জালনোট পাচার করা হয়। ইতি মধ্যেই সিবিআই তদন্তে নেমে একাধিক ব্যক্তির নাম পেয়েছে বলে সুত্রের খবর।