নথি হাতে ঝালদায় সরেজমিনে সিবিআই

সাথী দাস, পুরুলিয়া, ৭ এপ্রিল: পুলিশের কাছ থেকে নথি হাতে নিয়েই ঝালদায় সরেজমিনে তদন্ত শুরু করল সিবিআই। কাল রাত ও আজ সকালে বনবিভাগের ঝালদার রেঞ্জ অফিসের অতিথি নিবাসের অস্থায়ী শিবিরে তপন কান্দুর কেস ডায়েরি ও হাতে পাওয়া অন্যান্য নথি খতিয়ে দেখেন। পাওয়া তথ্য ও বাস্তবের মিল খুঁজতে বিকেলে নিহত তপন কান্দুর বাড়িতে যান চার সদস্যের তদন্তকারি দল। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর সঙ্গেই বেশি কথা বলতে দেখা গিয়েছে তাঁদের।

তদন্তকারি আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পূর্ণিমা কান্দু তদন্তের স্বার্থে বিশেষ কিছু বলতে না চাইলেও তিনি জানান, “যা তথ্য জানতে চেয়েছিলেন সবই পরিষ্কার বলেছি। তদন্ত শেষে বিষয়গুলো প্রকাশ্যে আসবে। ক্ষোভ আক্ষেপ চাপা রাখিনি। তদন্তে সব রকম সহযোগিতা আমার পরিবার ও ঝালদাবাসি করবেন।”

পরে তপন কান্দুর উপর হামলা স্থল পরিদর্শন করেন সিবিআইয়ের আধিকারিকরা। নমুনা সংগ্রহ, ঘটনাস্থলের ছবি তুললেন তাঁরা। তদন্তকারি আধিকারিকদের সঙ্গে ছিলেন নিহতের ভাইপো মিঠুন কান্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *