আমাদের ভারত, ১৪ জুন: কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে প্রায় ৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। জানাগেছে, দু’দফায় অভিষেকের স্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় উঠে এসেছে।
কয়লা পাচার কাণ্ডে এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলব করেছে ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্বেও হাজিরা দেননি রুজিরা। এমনকি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। অতীতেও অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে আগে একবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আজ ৮ জনের একটি দল রুজিরাকে জেরা করেন। এরমধ্যে ২ জন মহিলা আধিকারিকও ছিলেন বলে খবর। আগে নেওয়া রুজিরার বয়ানের সঙ্গে তথ্য মিলেছে না বলেই এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে। এদিনের জেরা থেকে নতুন তথ্য পাওয়া গেছে ও রুজিরার বয়ান রেকর্ড হয়েছে বলে সূত্রের খবর। তবে আজকের পরেও আবার জেরা করা হতে পারে অভিষেক পত্নীকে বলে মনে করা হচ্ছে, কারণ সিবিআই নতুন তথ্য পেলেও সম্পূর্ণ সন্তুষ্ট নয়।
এই মামলায় ইতিমধ্যেই কয়েকবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সরব হয়েছেন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে।
তৃণমূলের একাংশের দাবি, জিজ্ঞাসাবাদের জন্য আজকের দিনটিকে রাজনৈতিক কারণেই বেছে নেওয়া হয়েছে, কারণ মঙ্গলবার ত্রিপুরায় রওনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বেরোনোর পর তাদের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

