সিবিআই কান অব্দি পৌছে গেছে, এবার মাথাও পাওয়া যাবে, কালীঘাটের কাকুকে প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি:
কালীঘাটে কাকু বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র সম্পর্কে আবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ২০০৯ সাল থেকে তৃণমূলের ঘরের লোক এই সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি অভিষেকের সংস্থার ডিরেক্টর ছিলেন। তাঁর দাবি, সিবিআই কান পর্যন্ত পৌঁছে গেছে এবার মাথাও পাওয়া যাবে।

সুকান্ত মজুমদার বলেন, সুজয় কৃষ্ণ ভদ্র সম্পর্কে আমাদের কাছে যা তথ্য উঠে আসছে সেটা হলো তিনি ব্যানার্জি পরিবারের বিশেষ ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই তিনিও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। ২০০৯ সাল থেকে সলিটিয়ার প্লেসমেন্ট সার্ভিস নামে একটি কোম্পানিতে ডিরেক্টর পদে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডাইরেক্টর ছিলেন। বিভিন্ন নথি না জমা দেওয়ার জন্য এই কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হয়।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, ২০১২ সালের ১৯ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লিভস এন্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর পদে ছিলেন এই ভদ্রলোক। ২০১৪ সালে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর পদে ইস্তফা দেন। সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে ডিরেক্টর পদে ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দোপাধ্যায়, বিশ্বনাথ ভট্টাচার্য ও রুজিরা বন্দোপাধ্যায়। এরা কারা বাংলার মানুষ জানেন।” এরপরই সুকান্ত দাবি করেন, “আমার মনে হয় সিবিআই কান অব্দি পৌছে গেছে এবার আস্তে আস্তে মাথাও পাওয়া যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *