শ্যামনগরে নিহত শোভা রানী মণ্ডলের বাড়িতে এলেন সিবিআই এর প্রতিনিধি দল ও ফরেনসিক টিম

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ আগস্ট:
ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তের জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ভোট পরবর্তী হিংসায় বলি হওয়া বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শুরু করেছেন সিবিআই এর প্রতিনিধি দল। শনিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতার বাসিন্দা বিজেপি কর্মী কমল মণ্ডলের বাড়ি যান সিবিআই এর প্রতিনিধি দল।

ভোটের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া ও জগদ্দলের বিভিন্ন এলাকা। গত ৩ মে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগর রাহুতা বিআরএস কলোনি এলাকায় বিজেপির বুথ সভাপতি কমল মন্ডলের মা শোভারানী মন্ডল দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষনার রাতেই দুষ্কৃতীরা তাদের বাড়িতে চড়াও হয়ে কমল মণ্ডল’কে মারধর করে। সেই সময় দুষ্কৃতীদের হাত থেকে ছেলেকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের কাছে মার খান কমল মণ্ডলের মা শোভারানী মন্ডল। তাঁকে বাঁশ দিয়ে পেটায় দুষ্কৃতিরা। শোভারানী মন্ডলকে ( ৬৪) কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়।
পরের দিন মৃত্যু হয় বছর আশির শোভারানী মন্ডলের। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেন মৃতার ছেলে তথা বিজেপি কর্মী কমল মণ্ডল। পরিবারের পক্ষ থেকে জগবন্ধু ঘোষ ওরফে জগা, কৃষ্ণ দাস ওরফে কাঞ্চা, জগবন্ধুর স্ত্রী মৌ ঘোষ, ঝর্ণা মিস্ত্রি ও রতন দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

সেই ঘটনার তদন্তে আজ সিবিআই এর প্রতিনিধি দল তাঁদের বাড়িতে তদন্ত করতে আসেন। তাঁরা এদিন কথা বলেন নিহত শোভারানী মন্ডলের ছেলে কমল মণ্ডল সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। সেই সঙ্গে সিবিআই এর প্রতিনিধি দলের সঙ্গে আসা ফরেনসিক দলের সদস্যরা এদিন শোভা রাণী দেবীকে যেখানে মারধর করা হয় সেই জায়গাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তারা নমুনা সংগ্রহ করেন এবং বিভিন্ন এঙ্গেল থেকে ছবি সংগ্রহ করেন।
পরিবারের তিন সদস্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্স এর উদ্যেশ্যে নিয়ে রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *