স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ আগস্ট:
ভোট-পরবর্তী সন্ত্রাসের কারণে এক বিজেপি কর্মীকে হত্যার অভিযোগে নদীয়ার চাপড়া থেকে একজন মহিলা এবং দুজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে রবিবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে সিবিআই।
প্রসঙ্গত, ২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভোট-পরবর্তী রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয় নদীয়ার চাপড়া ব্লক সহ জেলার বিভিন্ন এলাকায়। যার ফলে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়ে খুন হন চাপরা ব্লকের হৃদয়পুর গ্রামের বিজেপি কর্মী ধর্ম মন্ডল। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তারই তদন্তে এসে শনিবার চাপড়া থেকে এক মহিলা এবং দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর প্রতিনিধিরা। এরপর রবিবার দুপুরে ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে সিবিআই।