আমাদের ভারত, ৭ এপ্রিল: রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় চার জনকে গ্রেফতার করল সিবিআই। তদন্তে নেমে সিবিআই এই ঘটনায় প্রথম গ্রেপ্তার করল। মুম্বাই থেকে যে চারজনকে সিবিআই গ্রেফতার করেছে তাদের মধ্যে দুজনের নাম এফআইআরে ছিল। বাকি দুজন মুম্বইয়ের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার চারজনকে মুম্বাই আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারীরা। শুক্রবার তাদের কলকাতায় আনা হতে পারে।
২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় আট জনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে। নৃশংস এই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করে। কিন্তু নিরপেক্ষ তদন্তের দাবিতে এই ঘটনার তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়ার আবেদন নিয়ে একাধিক মামলা হয় হাইকোর্টে। আদালত মানুষের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সিবিআইয়ের হাতে মামলার দায়িত্বভার তুলে দেয়।
ঘটনার তদন্ত শুরু হতেই দুই অভিযুক্ত মুম্বইয়ে গা ঢাকা দিয়েছিল। তাদের সন্ধানে নেমে সিবিআই মুম্বাই থেকে তাদের গ্রেপ্তার করে। নিজেদের পরিচিতদের বাড়িতে গিয়ে অভিযুক্ত বাপ্পা শেখ ও সাবু শেখ লুকিয়ে ছিল বলে জানা গেছে। এরা দুজনেই বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ। দুজনের মোবাইলের টাওয়ার অনুসরণ করেই এদের ধরেছে সিবিআই বলে খবর। ধৃতদের মুম্বাই আদালতে তোলা হয় কলকাতায় আনার জন্য আবেদন করেছিলেন তদন্তকারীরা। সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্ত ভার নেওয়ার পরে এই প্রথম গ্রেপ্তার। ধৃত চারজনের মধ্যে দুজনের পরিচয় এখনো জানা যায়নি।